Friday, March 5, 2021

আমি খারাফ, বাকী সবাই ভাল

 

আমি বেয়াদব 
আমিই খারাফ 
আমি নষ্ট ছেলে
আমিই বেইমান 
আমিই প্রতারক 
আমিই নিষ্টুর 
আমি ভাল না
আমিই মন্ধ
আমি সব জানি 
আমিই কিছুই জানি না
আমি পারি 
আমিই পারবো না
আমি দেখছি 
আমিই বলবো না
আমি সর্বোচ্চ মন্ধ ব্যাক্তি 

উপরের কথা গুলা 
সবার জন্য নয়
কেন জানেন।

একজন মানুষ কখনো
সম্পূর্ণভাবে সবার প্রিয় হতে পারে না

কেউ ভাল জানবে 
কেউ আবার খারাফ জানবে।

সবার কাছে সবাই প্রিয় ব্যাক্তি হতে পারে না
হতে নেই।
কারন যার কোন শত্রু নেই
তার কোন প্রকৃত বন্ধুও নেই।।।।

আমি কেমন আপনার জন্যই 
এটা ভেবে  নিবেন না যে 
সবার জন্য আমি আপনার মতই।।।।

সকলের মতামত আশা করছি??।।।।

No comments:

অবহেলা অভিমানী ছেলের গল্প

  ⚘অভিমানী ছেলের গল্প⚘ . ⚘একটি ছেলে একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসতো,কিন্তু মেয়েটা ছেলেটাকে ভালোবাসতো না। তাই, ছেলেটা একদিন মেয়েটার কাছে গিয...