Friday, March 5, 2021

আমি সেই কালো ছেলে।।

(আমি সেই কালো ছেলে)


আলমগীর হোসেন
কবিতা
(কালো ছেলে )



ছিলাম না-হয় একটু বেঁটে
চামড়া ছিলো কালো
তাই বলে কি নিষেধ আমার
বাসতে কাউকে ভালো?

যে করেছে সৃষ্টি তোমার
আমারও যে তিনি
তবে কেনো সিঁটকাও নাক
শুনাও কঠোর বাণী?

তোমার যেমন লাল রক্ত
আমারও যে তাই
মাটি দিয়ে গড়া দেহ
তবে, কীসের এতো বড়াই?

‘গার্লফ্রেন্ড’ হও চায়নি আমি
দুইদিনের জন্য
চাইনি তুমি হারাও ভীড়ে
হও বাজারের পণ্য!

অপ্সরী তুমি, মায়াবিনী তুমি
তুমি যে মনোহরিণী
চেয়েছিলাম ভালোবাসায় বেঁধে
করতে আমার ঘরণী!

কিন্তু তুমি চাওনি আমায়
কারণ গায়ের বর্ণ
জেনেছিলাম সেদিন, তোমার মন
দম্ভে ছিলো পূর্ণ!

বেলাশেষের খেলা শেষে
হিসাব মেলানোর কালে
ভাগ্য বলে নিয়েছি মেনে
আমি সেই কালো ছেলে।।।

দোয়া করি সুখেই থাকো 
তুমি তোমার সংস্যার নিয়ে। 



কিছু একান্ত প্রশ্ন তোমার জন্য?

*কালো মানুষ গুলা কি অমানুষ হয়
নাকি মানুষের কাতারে পরে না

কালো মানুষ গুলা কি খুব জগ্যন্ হয় নাকি 
কালো মানুষ গুলা খুব বেয়াদব হয় নাকি


কালো মানুষ গুলা কি 
খুব বেশি খারাফ ছেলে হয় 

কালো মানুষ গুলা
দুনিয়াতে আসাটাই অপরাধ হয় নাকি
কালো মানুষ গুলা কি আল্লাহ বানায় নাই।
তা হলে সেদিন কেন আমাকে কালো বলে হিংসা করে 
আমাকে তারিয়ে দিলে তোমার আঙ্গিনায় থেকে
যেতেও বারণ করে দিয়েছো আমাকে 
জানো সেই ২০১১ সাল থেকে সত্যি আমি
এখন আর তোমার কথা ভুলতে পারিনি
আর তোমাকে দেওয়া কথা আমি
খুব যত্নে রেখেছি

সত্যি ২০১১ থেকে এখনো তোমাদের বাড়ীতে যাই নি
আমি কারণ তোমার কথা টা রাখতেই হবে
কারণ তুমি 
আমাকে ভালবাসো নি তাতে কি হয়েছে
আমিত তোমাকে সত্যিই ভালবেসেছি 
তাই আজো অনেক বাসি
প্রচুর ভাল বাসী
হয়ত তুমি আমার ভালবাসার মূল্যটা তখন
বুঝনি সেটাও জানি
এটাও আবার জানি
তুমি এখন আমাকে প্রচুর মিস করো প্রতিটা মুহূর্তে। 



এই প্রশ্ন গুলা তোমার জন্য রইলো
যদি কখনো আমার লেখা তোমার নজরে পরে।।


কালো ছেলেদের অনুভুতি .



→কালো ছেলেরা অনেক কিছু থেকেই বঞ্চিত হয়। ছোটবেলা থেকেই অবহেলার সাথে বড় হয় তারা।
.
→তারা যখন শিশু থাকে তখন থেকেই তাদের অবহেলা শুরু। আর যখন বুঝতে পারে আমি কালো, তখন তাদের মনমানুষিকতায় একটা চাপ পরে। 
.
→কোনো সুন্দর/হ্যান্ডসাম বন্ধু যখন মাসে ৫-৬ টা জিএফ বদলায়, তখন কালো ছেলেটারও মন চায় একটা প্রেম করতে। কিন্তু সে অবহেলা ছাড়া আর কিছুই পায়না।
.
→তারপরও একটা কালো ছেলে যদি কোনো মেয়েকে প্রপোজ করে বসে,তাহলে তাকে শুনতে হয় লুইচ্ছা, বদমাশ, অসভ্য। তোদের ঘরে কি মা-বোন নেই। কিন্তু একটা ফর্সা,হ্যান্ডসাম ছেলের বেলায় এটা প্রযোজ্য নয়।।

→কালো ছেলেরা যাকে ভালোবাসে,তাকে মনের অন্তস্তল থেকে ভালোবাসে। পুরো পৃথিবী থাকে একদিকে আর তার ভালোবাসার মানুষটি থাকে একদিকে। খুব ভালোবাসতে জানে তার ভালোবাসার মানুষটাকে।
.
→কালো ছেলেদের ভালোবাসায় কোনো অসৎ উদ্দেশ্য থাকে না। তারা তাদের ভালোবাসার মানুষটিকে নিয়ে অশ্লীল কোনো চিন্তা ভাবনা কল্পনাও করেনা। তারা সবসময় ব্যস্ত থাকে তাদের ভালোবাসার মানুষটির মুখে একটু হাসি ফোটানুর জন্য।
.
→বেশিরভাগ কালো ছেলেদের মনমানুষিকতাই মহৎ থাকে। তারা কিছু করার আগে অনেকবার ভেবে নেয়।
.
→কালো ছেলেরা যেমন সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকে,তেমনি কারো দুঃখের সময় তার মনের অবস্থাটাও বুঝতে পারে। এটি আল্লাহর একটি নেয়ামত।
.
আসলে গায়ের চামড়ার রংয়ে কিছু যায় আসেনা। মানুষের মনটাই সবচেয়ে বড় কথা। গায়ের চামড়াটা কেটে ফেলে দিলে সবাই সমান। কোনো ভেদাভেদ থাকবেনা। অতএব,মানুষের মধ্যে এই কালো-সাদার ভিন্নতা বাদ দিন। সবাই মানুষ।।।


















No comments:

অবহেলা অভিমানী ছেলের গল্প

  ⚘অভিমানী ছেলের গল্প⚘ . ⚘একটি ছেলে একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসতো,কিন্তু মেয়েটা ছেলেটাকে ভালোবাসতো না। তাই, ছেলেটা একদিন মেয়েটার কাছে গিয...