Wednesday, March 10, 2021

অবহেলা অভিমানী ছেলের গল্প

 

অভিমানী ছেলে



⚘অভিমানী ছেলের গল্প⚘

.

⚘একটি ছেলে একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসতো,কিন্তু মেয়েটা ছেলেটাকে

ভালোবাসতো না।

তাই, ছেলেটা একদিন মেয়েটার কাছে গিয়ে

বলল,আমি তোমাকে ভালোবাসি।

তুমি কেনো বুঝতে পারছোনা?

তোমার খারাপ লাগবে বলে আমি তোমার পিছু নিইনা, 

তোমার খারাপ লাগবে

বলে আমার কথাগুলো শোনার অনুরোধও করিনা।

কিন্তু আজ অনুরোধ করছি আমার কথাগুলো

শোনার জন্য।

কারন,আমি আর থাকতে পারছিনা।

ঠিকমত খেতে পারছিনা, যেদিন থেকে তোমায় দেখেছি ঘুমোতে পারছিনা।

ঘুমোবার সময় তোমার কথা ভাবতে ভাবতে চোখে জল চলে আসে।

শুধু ভাবি তুমি কেন বুঝতে পারনা আমি তোমায় কতটা ভালোবাসি।

তোমার মনে কি আমার জন্য একটুও জায়গা নেই?

মেয়েটি কিছু না বলে চলে

গেলো.....।

কয়েকদিন পর,ছেলেটা মেয়েটিকে আবার বলল,

তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।

তাই বারবার তোমার কাছে ছুটে আসতে ইচ্ছে করে, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে।

মেয়েটি বলল,আমার সঙ্গে এইসব নাটক করা বাদ দাও।

ছেলেটি বলল,আমার মুখের কথা মিথ্যে হতে

পারে,কিন্তু এই চোখের অশ্রু মিথ্যে নয়।

আর নাটকের কথা বলছো তো.?ঠিক আছে তোমাকে

দুই বছর ধরে ভালোবেসে যাওয়া যদি নাটক হয়, তো এই নাটক আমি সারা জীবনের জন্য করে যাব। তোমায় ভালোবাসি,

তোমাকেই ভালোবাসবো, আর একটা কথা আমার এই চোখের জল একদিন তোমাকেই কাঁদাবে।

আর সেদিন হইতো আমি আর থাকবো না।

একদিন রাত্রে,মেয়েটি ছেলেটির বন্ধুর কাছ

থেকে ছেলেটির মোবাইল নম্বর নিয়ে ফোন

করে বলল, আমি পায়েল, তুমি পাপ্পু তো?

ছেলেটি মন খুশি হয়ে গেল, আর বলল,তুমি আমাকে ফোন করেছ পায়েল,আমি খুব

খুশি হয়েছি।বলো কি বলবে।

মেয়েটি বলল, তুমি আমাকে সত্যি ভালোবাসো?

ছেলেটি বলল,হ্যাঁ।

মেয়েটি বলল,তাহলে তুমি আমার একটা কথা রাখবে?

ছেলেটি বলল,বলো কি কথা।

মেয়েটি বলল,তুমি আমাকে ভুলে যাও,আর

আমি চাই তুমি কখনও আমায় দেখার চেষ্টা করবে না।

কারন,আমার বিয়ে ঠিক হয়ে গেছে,তাই আমি আর এইসবের মধ্যে জড়াতে চাইনা।

ছেলেটি বলল, ঠিক আছে,তবে তোমাকে আমি আর একটি বার দেখতে চাই।

মেয়েটি বলল,বলো কখন?

ছেলেটি বললো,কাল সকাল ৮ টার সময় কলেজের পাসে বড় বটগাছটার কাছে।

মেয়েটি বলল ঠিক আছে আমি আসবো।

পরের দিন.....

মেয়েটি সেখানে গিয়ে দেখে,ছেলেটি গলায় দড়ি দিয়েছে আর সেখানে

একটা বড় কাগজে রক্ত দিয়ে লেখা আছে "আজ

আমি ভীষন খুশি,কারন আমার প্রিয় মানুষটির

দেওয়া কথা আমি রাখতে

পেরেছি"।

আর সেখানে একটি ছোট্ট চিঠিও ছিলো,যেটিতে লেখা ছিল...

পায়েল,কাল রাত্রে আমার ভীষন কষ্ট হচ্ছিল।

শুধু তোমার কথা মনে পড়ছিল।তাই ভাবলাম

শুধুমাত্র আমি মরে গেলেই

তোমাকে ভুলে যেতে পারব।তাই তোমাকে সুখের ঘরে রেখে চলে গেলাম।পারলে শুধু একটিবার তোমার মুখ দিয়ে আমায় বল তুমি

আমাকেই ভালোবাসো....?⚘


কেমন লাগলো জানাবেন প্লিজ।।


#আলমগীর হোসেন





Alamgir Hossan(আবেগী মন)

"দৃষ্টি ভঙ্গী বদলান
জীবন বদলে যাবে"
Edit
Edit Profile

Intro

Edit Details
What's on your mind?
Live Video
Photo/Video

অবহেলা অভিমানী ছেলের গল্প

  ⚘অভিমানী ছেলের গল্প⚘ . ⚘একটি ছেলে একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসতো,কিন্তু মেয়েটা ছেলেটাকে ভালোবাসতো না। তাই, ছেলেটা একদিন মেয়েটার কাছে গিয...